সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৭:৩৬:৫৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান-বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাব।
বুধবার বিকালে প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ূম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি নাছির উদ্দীন অনিক, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি তালুকদার নির্দেশ বড়ুয়া, দৈনিক ভোরের দর্পণ ও সিপ্লাস টিভি প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সাইদুল হক, দৈনিক কালবেলা প্রতিনিধি এস এম ইকবাল হোসেন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক ভাবে বেড়েছে।
একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে তাতে করে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি বাড়ছে। বক্তারা সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।











