প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৪:৪২:৪৪ প্রিন্ট সংস্করণ
সীতাকুন্ড প্রতিনিধি : প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হলো আলট্রাসনোগ্রাম মেশিন। সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় এর অনুপ্রেরণা এবং সুপারিশে আজ রবিবার সকালে এ আলট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম চালু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
প্রতিদিন (সরকারী ছুটির দিন বাদে) অফিস চলাকালীন সময়ে রোগীদের আলট্রাসনোগ্রাম করা যাবে। এজন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এছাড়াও স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির এবং সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।