প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৪ , ৩:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ সহযোগিতা প্রদান করে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর মৌলভী বাড়ির ক্ষতিগ্রস্থ ছয় পরিবারের মাঝে নগদ অনুদান তুলে দেয়ার সময় আসলাম চৌধুরী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থান থেকে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, তবেই মানবিক বাংলাদেশ গঠনের পথ সহজ হবে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো পুনরায় তাদের বসতি নির্মানে যেনো দুর্ভোগে না পড়েন বিষয়টি খেয়াল রাখার দায়িত্ব সকলের।
নগদ অর্থ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল, সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিন, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, পৌর বিএনপির সাবেক আইন সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসীন আলী, সহসভাপতি মহসিন প্রমুখ।