প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১১:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক:
সোমবার (০৯ নভেম্বর) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সেখান থেকে জানানো হয়, এমআই-৪৪ হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্তের কাছে একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা হামলার সম্মুখীন হয়। এতে দুই ক্রু মেম্বারের মৃত্যু ও একজন আহত হয়েছেন।
এই হামলার ঘটনায় ইতোমধ্যে রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে আজারবাইজান। তাদের পক্ষে জানানো হয়, এটি একটা দুর্ঘটনা। মস্কোর বিরুদ্ধে আঘাত হানার কোনও উদ্দেশ্য ছিল না বলে জানানো হয়। চলতি মাসেই আরও যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে আজারবাইজান। চলতি মাসে মোট তিনটি যুদ্ধবিমানকে নামিয়েছে দেশটি।
উল্লেখ্য, নাগর্নো-কারাবাখে বিতর্কিত এলাকা কার এই নিয়ে প্রায় দেড় মাস আগে যুদ্ধ শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। ১০ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়।
সূত্র-কলকাতা টোয়েন্টিফোর