প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৪:৩৬:৫৫ প্রিন্ট সংস্করণ
সুজানগরে ৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান, পৌর মেয়র আব্দুল ওহাব, এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপ সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন, প্রেসকাবের সভাপতি শাহজাহান আলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান আতাউর রহমান খাঁন লিমিটেডের পক্ষে মো. রতন প্রমুখ উপস্থিত ছিলেন।