প্রতিনিধি ১০ নভেম্বর ২০২১ , ৬:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ
সুজানগর (পাবনা) প্রতিনিধি :
দ্বিতীয়ধাপে সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকারী পুলিশ ও আনসার সদস্যদের বুধবার ব্রিফিং করলেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল পুলিশ ও আনসার সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানের পাশাপাশি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে যে কোন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে বলে জানান।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ইশ্বরদী) ফিরোজ কবীর, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, ইউএনও মো. রওশন আলী, সুজানগর থানার ওসি মিজানুর রহমান, আমিনপুর থানার ওসি রওশন আলী, ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।