প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৬:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে দিরাই সদরের বিএডিসি মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ সংঘর্ষ হয়। নিহত আজমল হোসেন চৌধুরী কুলঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
আজমল হোসেন চৌধুরীর ভাগ্নে রহমত আলী গণমাধ্যমককে বলেন, ‘আমি ও মামা একসাথে সম্মেলনে ছিলাম। আমার ও মামার ওপর দুটি ইটের ঢিল এসে পড়লে মামা পিঠে আঘাত পান। তাৎক্ষণিক তার আঘাতস্থলে বরফ লাগিয়ে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে তার অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে মারা যান মামা।’
আজ দুপুর ১টার দিকে উপজেলার বিএডিসি মাঠে সম্মেলন শুরু হয়। এরপর দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মঞ্চেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সংঘর্ষের সময় সম্মেলন মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ারসহ জেলা পর্যায়ের নেতারা।