প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৬:০২:০৬ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ব্যাটারী চালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু তার অর্থায়নে ও সার্বিক ব্যবস্থাপনায় ২০ টি অটোভ্যান বিতরণ করেন।
এর আগে এ উপলক্ষে করোনার স্বাস্থ্যবিধি মেনে মোস্তফা মহসিন সরদার টিপুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, থানার ওসি আব্দুল্লাহিল জামান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোশাররফ হোসেন বুলু, নদী বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের নেতা ছাদেকুল ইসলাম দুলাল, বেলকা ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদার, জুলফিকার আলী সরদার চন্দন, হাসানুজ্জামান হাসান, শফিকুল ইসলাম বাদশা প্রমুখ। পরে ভ্যান বিতরণ করা হয়।