আন্তর্জাতিক

সু চির তিন প্রার্থীকে অপহরণ করল আরাকান আর্মি

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ১:৩৬:৫৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

অপহরণ করা হয়েছে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থীকে। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে থেকে তাদের অপহরণ করে এর দায় স্বীকার করে নিয়েছে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির দাবি, ছাত্র বিক্ষোভের সময় আটকদের মুক্তি দিলেই তারা ওই তিন প্রার্থীকে ছেড়ে দেবে।

জানা গেছে, আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রচারণা চালানোর সময় মিন অং, নি নি মে মিন্ট এবং চিট চিট চ নামের তিন প্রার্থীকে গত সপ্তাহে অপহরণ করা হয়। তারা সবাই মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রার্থী।

অপহরণের বিষয়ে অনলাইনের প্রকাশিত একটি বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি অনুযায়ী তিন প্রার্থীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা হবে।

নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর অধিকারের দাবিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর থেকে অঞ্চলটিতে এই লড়াই তীব্র হয়েছে। আরাকান আর্মির অভিযোগ, এনএলডি সরকারের সেনাবাহিনী বেসামরিকদের ওপর সহিংসতা চালাচ্ছে।

আরও খবর

Sponsered content