খেলাধুলা

সেঞ্চুরি পূরণের পর অনন্য উদযাপনে নজর কাড়লেন মুশফিক

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ১:১১:০২ প্রিন্ট সংস্করণ

সেঞ্চুরি পূরণের পর অনন্য উদযাপনে নজর কাড়লেন মুশফিক

তৃতীয় দিনের খেলা শেষে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করা এই তারকা ব্যাটার মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নামতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান।

সেঞ্চুরি পূরণের পর মুশফিকের উদযাপন ছিল একেবারেই খ্যাপাটে ধরনের। ঢাকা বিভাগের বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে হুঙ্কার ছুড়লেন তিনি। এরপর কিছুক্ষণ আগুনে চোখে তাকিয়ে থাকলেন বোলারদের দিকে—যেন এক দৃপ্ত ঘোষণা। মুশফিকের এমন উগ্র উদযাপন আগেও দেখা গেছে মাঠে। সব কিছু ঠিক থাকলে ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকুর রহিম খেলবেন তার ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। বাংলাদেশের ইতিহাসে তিনিই হবেন প্রথম ক্রিকেটার, যিনি এই মাইলফলক স্পর্শ করবেন। জাতীয় দলের দায়িত্ব পালনের আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি দারুণভাবে।

মুশফিক ২০৫ বল মোকাবিলা করে ১১৫ রানের দারুণ ইনিংস খেলেন। ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। তার বিদায়ের পর ২৯০ রানে গুটিয়ে যায় সিলেট বিভাগের ইনিংস। ফলে ঢাকা বিভাগের বিপক্ষে তারা ২০ রানের লিড নেয়।

আরও খবর

Sponsered content