বাংলাদেশ

সেনা অভিযানে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ৪:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

সেনা অভিযানে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আড়াই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সেনাসদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা, বিভিন্ন অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেফতারে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদককারবারিসহ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সাত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছয় শতাধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে সেনাবাহিনী। কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে দেশের ২ হাজার ৮৯টি গার্মেন্টস কারখানার মধ্যে প্রায় সবগুলোই এ মুহূর্তে চালু রয়েছে। পাশাপাশি সাত শতাধিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ১৪১টি, সরকারি সংস্থা/ অফিস সংক্রান্ত ৮৬টি, রাজনৈতিক কোন্দল ৯৮টি এবং অন্যান্য ঘটনা ৩৮৮টি। অপ্রীতিকর পরিস্থিতি, মানুষের জান ও মালের ক্ষতি প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত ১৩৩টি সেনা ক্যাম্প স্থাপন করা হয় এবং ১০ হাজারের বেশি অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়। এছাড়া বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক সেনা টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও খবর

Sponsered content