বিনোদন

সেন্সর বোর্ডকে পুনর্গঠন করব, বললেন তথ্য উপদেষ্টা 

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৩:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

সেন্সর বোর্ডকে পুনর্গঠন করব, বললেন তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সেন্সর বোর্ড যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্মাতাদের জন্য। মাঝে মাঝেই সেখানে আটকে যায় একজন নির্মাতার শ্রম, স্বপ্ন, ভবিষ্যৎ। দিন দিন তালিকাটা বেড়েছে। সেন্সর বোর্ডে আটকে আছে বেশকিছু সিনেমা। এ অবস্থায় সেন্সর বোর্ড পুনর্গঠন করবেন বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসব। এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।

এ সময় আরও বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কী হবে সেটা আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমিমাংসিত’সহ একাধিক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে। 

আরও খবর

Sponsered content