রাজশাহী

সোনাতলায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশিদের মাঝে তৃতীয় দিনে ১৫ টি ফরম বিতরণ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৯:০৯ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার সোনাতলায় ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন বোর্ডে নাম অন্তর্ভুক্ত করতে মনোনয়ন প্রত্যাশিদের মাঝে তৃতীয় দিন ১৫টি ফরম বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু করে দিনব্যাপি সোনাতলা উপজেলা দলীয় কার্যালয়ে চেয়ারম্যান পদ প্র্রত্যাশীদের মাঝে মনোনয়ন বোর্ডে নাম অন্তর্ভুক্ত করতে দলীয় ফরম বিতরণ করেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী।

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, সাবেক পৌর আ.লীগের সভাপতি শাহজাহান খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু। তৃতীয় দিনে চেয়ারম্যান প্রত্যাশি যারা দলীয় মনোনয়ন চেয়ে ফরম উত্তোলন করেছেন তারা হলেন- মধুপুর ইউনিয়নে সাবেক ইউনিয়ন আ.লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, সোনাতলা সদর ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবলু আকন্দ, সাবেক উপজেলা আ.লীগ সদস্য মাসুদ মোর্শেদ মাছুম, সাবেক উপজেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জাহেদুল বারী টঙ্গি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, দিগদাইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, বালুয়া ইউনিয়নে সাবেক উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক রুহুল আমিন হিরু, ইউনিয়ন আ.লীগের সাবেক সদস্য প্রভাষক রায়হানুল ইসলাম নিরু, জোড়গাছা ইউনিয়নে ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল মোমেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম লিচুসহ ১৫জন ফরম উত্তোলন করেছেন। চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন বোর্ডের নাম অন্তর্ভুক্ত করতে উপজেলার ৭টি ইউনিয়নের ১৫ টি ফরমসহ এ পর্যন্ত মোট ৪৪টি ফরম বিতরণ করেন।

আরও খবর

Sponsered content