রাজশাহী

সোনাতলায় উপজেলা আ.লীগের সম্মেলন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২১ , ৭:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :

শনিবার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১১ টা ৩০ মিনিটে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল ও বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সাংগঠনিক পতাকা উত্তোলন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

 

বক্তব্য রাখেন সংসদ সদস্য পুত্র সাখাওয়াত হোসেন সজল। উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের ও সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেডের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বগুড়া জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, শাহাদৎ আলম ঝুনু, শাহরিয়ার আরিফ ওপেল, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু।

 

আরও খবর

Sponsered content