প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনীত কলকাতার ছবি ‘ষড়রিপু’। যা মুক্তি পায় ২০১৬ সালে। আর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয় করেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এবার এই দুজনকে পাওয়া যাবে নতুন ছবিতে। নাম ‘ব্যাংক ড্রাফট’। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। তবে ছবির বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ এর প্রযোজক ও পরিচালক। দু’জনকেই ফোন করা হলে তারা কেউ সাড়া দেননি।
জানা গেছে, ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন সোহানা সাবা ও প্রসেনজিৎ। আর খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা আসছে।