প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৩:৩৭:২৬ প্রিন্ট সংস্করণ
ফিফার অক্টোবর উইন্ডো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দেশই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে। নতুন করে ছয়টি দেশ ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এশিয়া থেকে সৌদি আরব ও কাতার, আফ্রিকা থেকে তিন দেশ এবং ইউরোপ থেকে ইংল্যান্ড নিশ্চিত করেছে তাদের স্থান।
এশিয়া:
আগে থেকে এশিয়া থেকে ছয়টি দল মূলপর্বে উঠেছিল। এবার সৌদি আরব ও কাতার যুক্ত হলো। কাতার ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বে তিন ম্যাচ হেরেছিল। গতকাল দোহায় তারা আরব আমিরাতকে ২-১ গোলে হারায়, আর জেদ্দায় ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে সৌদি আরব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। এর মাধ্যমে এশিয়া থেকে সবমিলিয়ে ৮ দলের কোটা পূর্ণ হলো।
ভবিষ্যতের আয়োজক:
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ২০২৬ আসরে তারা সপ্তমবারের মতো খেলতে যাচ্ছে। এবারের বাছাইপর্বে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠছে জর্ডান ও উজবেকিস্তান। কাতারের কোচ জুলেন লোপেতেগি এবার এশিয়ার দেশটির হয়ে বিশ্বকাপ ডাগআউটে দাঁড়াবেন। কাতার ও সৌদি উভয়ই নিজেদের গ্রুপে ২ ম্যাচে একটি করে জয় ও ড্র করেছে।
আফ্রিকা:
২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা পরবর্তী দুই আসরে খেলতে পারেনি। ১৫ বছর পর তারা রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উঠেছে। আফ্রিকা অঞ্চলের ‘সি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ১০ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করেছে। একই গ্রুপের নাইজেরিয়া ও বেনিন ১৭ পয়েন্টে আছে। নাইজেরিয়ার সামনে প্লে-অফে সুযোগ রয়েছে।
সেনেগাল ও আইভরি কোস্টও আফ্রিকা থেকে বিশ্বকাপে উঠেছে। আইভরি কোস্ট ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে। সেনেগাল ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে ওঠেছে।
ইউরোপ:
ইউরোপের প্রথম দেশ হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে উঠেছে। মঙ্গলবার রাতের লাটভিয়া ম্যাচে ৫-০ গোলে জয় পেয়ে তারা ‘কে’ গ্রুপের শীর্ষে ১৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে স্থান। ইংল্যান্ড বাছাইপর্বে ৬ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো (২৮ দল):
কনক্যাকাফ: কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক)
কনমেবল:আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
এএফসি: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব, কাতার
সিএএফ: মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, সেনেগাল
ওএফসি: নিউজিল্যান্ড
উয়েফা: ইংল্যান্ড (বাকি ১৫ দল বাছাইয়ের মাধ্যমে উঠে আসবে)
বিশ্বকাপ বাকি ১৫ দলের জন্য উত্তেজনাপূর্ণ লড়াই এখনও শুরু হয়নি।

















