প্রতিনিধি ২ মে ২০২০ , ৩:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে রাউজান পৌর সভার ৮ নং ওয়ার্ডের শরীফ পাড়ার ইদ্রিচ মিয়ার নতুন বাড়ীর মরহুম ইদ্রিচ মিয়ার পুত্র।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর বিগত ২০ বছর ধরে প্রবাস জীবনে জীবিকার তাগিদে কর্মরত ছিলেন। বিগত কিছুদিন পূর্বে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পূর্বে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবাসী জাহাঙ্গীর বিবাহিত জীবনে এক ছেলে সন্তানের জনক।