প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২১ , ৯:২২:১৯ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকজন বিক্ষোভরত নারীদের ওপর তালেবান ফাঁকা গুলি ছুড়েছে বলে বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ের সামনে মেয়েদের স্কুলে ফেরার দাবিতে ছয়জন নারী জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। কয়েকদিন আগেই আফগানিস্তানের স্কুলগুলো খুললেও মেয়েদের আসার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি তালেবান।
এ সময় ওই নারীদের হাতে, ‘আমাদের কলম ভাঙবেন না, আমাদের বই পোড়াবেন না, আমাদের স্কুল বন্ধ করবেন না’ লেখা একটি ব্যানার দেখা যায়।
এরপর ওই নারীদের ছত্রভঙ্গ করে দেয় তালেবান। একজন বিদেশি সাংবাদিক ওই বিক্ষোভের দৃশ্য ধারণ করার সময় তাকে বাধা দেওয়া হয় এবং তাকে রাইফেল দিয়ে আঘাত করা হয় বলে ওই প্রতিবেদনে জানা গেছে।











