প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৬:২১:২২ প্রিন্ট সংস্করণ
ভোট দিতে এসে ভালো লাগছে, তোমাদের চাচিও এসেছে আমার সাথে। সকাল সকাল ভোট কেন্দ্রে আসলাম ঠান্ডায় ঠান্ডায় ভোট দিতে। এসে দেখি আমার আগেই এখানে সবাই এসে লাইন ধরেছে। হাসতে হাসতে নিজের অনুভূতির কথা গুলো জানালেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুর বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ভোট কেন্দ্র তুম্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আশা ৭৫ ঊর্ধ্ব বয়সী শামসুল ইসলাম দম্পতি।
জানালেন শান্তিপূর্ণ ভাবেই নিজের ভোটটি দিয়েছেন। এদিকে সীমান্তের এই কেন্দ্রে সকাল ৮টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে অপেক্ষা করতে দেখা গেছে। যথা সময়ে সকাল ৮ টা থেকে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান শুরু করে। কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
এছাড়া পুলিশ ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।এসময় আইনশৃঙ্খলা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভোট দিতে আশা সাধারণ ভোটাররা। এদিকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান জানান এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪ শত ৫৭ জন। তিনি জানান কেন্দ্রের নিরাপত্তায় কোনো কমতি নেই এই বিষয়ে প্রশাসনের পক্ষ হতে আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কোনো অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। প্রসঙ্গত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে তোফাইল আহম্মদ এবং আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. শফিউল্লাহ। লামা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. মোস্তফা জামাল, মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. জাকের হোসেন।
জেলা নির্বাচন কার্যালয়ের দেয়া তথ্য মতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার দুইশত উনআশি জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার সাতশত সত্তর জন জন এবং মহিলা ভোটার সংখ্যা ২২ হাজার পাঁচশত নয় জন। এই উপজেলায় মোট ২৬ টি ভোট কেন্দ্রে। লামা উপজেলার একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮২ হাজার তিন জন।
পুরুষ ভোটার সংখ্যা ৪২ হাজার ৭শত চৌষট্টি এবং মহিলা ভোটার সংখ্যা ৩৯ হাজার দুইশত উনচল্লিশ জন। লামা উপজেলায় ৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।