ময়মনসিংহ

স্ত্রী শ্বশুর বাড়ি আসতে না চাওয়ায় স্বামীর আত্মহত্যা

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৫:০২:৪৮ প্রিন্ট সংস্করণ

স্ত্রী শ্বশুর বাড়ি আসতে না চাওয়ায় স্বামীর আত্মহত্যা

জামালপুরের মেলান্দহে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পর স্ত্রী আর না আসায় অভিমানে স্বামী মো. হাবিল (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৩ অক্টোবর) বেলা‌ ১২টার দিকে উপজেলার রায়েরবাকাই এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাবিল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই এলাকার নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাবিল এক বছর আগে পারিবারিকভাবে উপজেলার ফুলকোচা এলাকায় বিয়ে করেন। তাদের সংসার ভালোই চলছিল। এর মাঝেই গত কয়েক মাস আগে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে নিহত হাবিলের স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। হাবিল কয়েকবার তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গেলেও তিনি আর আসেননি। পরে এ ঘটনায় সমঝোতা করার জন্য স্থানীয়রা কয়েকবার বৈঠক করেন। এরপরও হাবিলের স্ত্রী ফিরতে চাননি।

স্থানীয়রা ধারণা করছেন, হাবিলের বউ না আসায় রাগ অভিমানে সোমবার শেষ রাতের দিকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন। সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পুলিশকে খবর দেন তারা। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নিহতের বউ নিয়ে অনেকদিন ধরে বিবাদ চলছিল। বউ না আসায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content