চট্টগ্রাম

স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মঞ্জুর আলমের ইশতেহার ঘোষণা

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৫:১০:৪৬ প্রিন্ট সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মঞ্জুর আলমের ইশতেহার ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরি-পাহাড়তলী-খুলশী-আকবরশাহ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্লাবের বঙ্গবন্ধু হলে তিনি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ, জাফর আহমদ, আবুল কাশেম, শাহ আলম, সুলতান আহমদ, মো. নুর মিয়া, এম.এ. তাহের, শাহীন আলম, আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম, নিপুর চৌধুরী, শামসুল আলম সহ নানা শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এসময় মঞ্জুর আলম বলেন, জনগণের সাথে আছি সবসময়। তারাই যোগ্য মানুষকে বেছে নিবেন। তবে কারও তাবেদারী নয়, সত্য এবং ন্যায়ের পক্ষে আমার বলিষ্ঠ অবস্থান থাকবে। দলীয় প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী ব্যাপার না, জনগণকে যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন।

আরও খবর

Sponsered content