বরিশাল

স্বরপকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৭:৫৯:১০ প্রিন্ট সংস্করণ

স্বরপকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশীদ গ্রাম থেকে সোমবার সকালে বিনয় রায় (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিনয় প্রতিবেশি সবুজ মজুমদারের কেনা বাড়ির ঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান মো. সবুর তালুকদার জানান, উপজেলার শশীদ গ্রামের জগদীশ রায়ের ছেলে বিনয় প্রতিবেশি সবুজ মজুমদারের বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতো এবং ওই ঘরে বসবাস করতো। স্থানীয়রা সোমবার সকালে ওই ঘরে বিনয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্য মো. কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content