প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ৭:০২:৫১ প্রিন্ট সংস্করণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পাইকগাছা থানা পরিদর্শন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আশাফুর রহমান গতকাল সকাল দশটায় থানায় আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
পরিদর্শন কালে থানার সার্বিক কার্য্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন, পাইকগাছা- কয়রা ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ওসি তদন্ত তুষার কান্তি বিশ্বাস, ওসি অপারেশন রজ্ঞন কুমার গাইন, উপ-পুলিশ পরিদর্শক মোশারাফ হোসেন, সুজিৎ কুমার ঘোষ, আজগর আলী, অহিদুল ইসলাম, উত্তম কুমার চক্রবর্তি, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আরিফ হোসেন গোাপাল চন্দ্র শাহা, শেখ পলাশ হোসেন।