দেশজুড়ে

স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভষ্মিভূত

  প্রতিনিধি ১৫ জুন ২০২৫ , ৭:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভষ্মিভূত

পিরোজপুরের স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভষ্মিভূত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দশ লক্ষাধীক টাকা বলে ক্ষতিগ্রস্থ সূত্র জানায়। বিদ্যুতের সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রাপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ঐ দিন দুপুরে দৈহারীর চিলতলা বাজারের ইলেকট্রনিক্স মেকানিক মো. ইউনুস এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী হৃদুলের চায়ের দোকান, আবুল কালামের ফলের আড়ত এবং মো. ওহাবের চায়ের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ইউপি সদস্য লিটনের পানির পাম্প দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যে চারটি দোকান মালামাল সহ সম্পূর্ণ ভষ্মিভূত হয়।

খবর পেয়ে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় নদী পার হয়ে সোহাগদল পৌছালে জানতে পারি আগুন নিয়ন্ত্রনে এসেছে। নদীর কারনে আমাদের ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়েছে। স্থানীদের দাবী সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এড়াতে একটি ফায়ার সার্ভিসের ষ্টেশন দ্রুত চালু করা হোক।

আরও খবর

Sponsered content