প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৪:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে দুইটি দোকান মালামালসহ ভষ্মীভুত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ইদিলকাঠি বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ সুত্রে জানগেছে।
এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন রাতে ইদিলকাঠি বাজারে রহিম মিয়ার চায়ের দোকানে আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় রহিমের চায়ের দোকান ও গোপাল বড়ালের পোল্ট্রির দোকান পুড়ে যায়। স্থানীয়রা প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।