দেশজুড়ে

স্বরূপকাঠিতে ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ৭:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ

স্বরূপকাঠিতে ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ প্যাকেজ (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্যাকেজ বিতরণ করা হয়।

নেছারাবাদের ইউএনও মো. জাহিদুল ইসলাম উপজেলার একশত জন ইমাম মুয়াজ্জিনের হাতে ওই প্যাকেজ তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি প্যাকেজে চাল, আতপ চাল, সেমাই, দুধ, চিনি, নুডুলস, আতপ চাল ও ডাল দেয়া হয়।

প্যাকেজ পাওয়া ইমাম ও মুয়াজ্জিনরা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসন আমাদেরকে সম্মান করে যে খাদ্য সামগ্রী আমাদের হাতে তুলে দিয়েছে তাতে আমরা খুব খুশি। ধর্মীয় এ উৎসবে আমাদেরকে মনে করার জন্য আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও খবর

Sponsered content