প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্য সততা, নিষ্ঠাবোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্ণগঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক পত্রে কমিটি পুর্নগঠনের এ তথ্য জানা যায়। ৯ সদস্য বিশিষ্ট পুর্নগঠিত উপজেলা কমিটির সভাপতি পদে মো. শাহ আলম বাহাদুর ও সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ মনোনীত হয়েছেন। এ ছাড়া সহ সভাপতি পদে নিরঞ্জন হালদার, নির্মল কৃষ্ণ সেন, সদস্য পদে সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন, মো. জাহাংগীর হোসেন, সাংবাদিক মো. হযরত আলী হিরু, মো. মোরশেদুল হক ও মোসা. আফসানা মিমি। ১ লা সেপ্টেম্বর ২০২০ থেকে আগামি ৩ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা অনুযায়ী এ উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে কাজ করবেন বলে ওই চিঠিতে নির্দেশনা দেয়া হয়।