প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৭:২৭:০৭ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে থাকা সখিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিতিকৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সখিনা বেগম পাশ্ববর্তি বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান রোগীর বমি, পাতলা পায়খানা ও মৃদু শ্বাসকষ্ট ছিল। শুক্রবার বিকেলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় এবং শনিবার দুপুরে তিনি হাসপাতালে মারা যান। তিনি আরো জানান করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং হাসপাতালের তিন সেবিকাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।