প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:১১:১৮ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার একশত পরিবারের জন্য খাদ্য সামগ্রী (চাল, আলু, ছোলা, লবন, পিয়াজ, সাবান) নিয়ে তাদের পাশে দাড়িয়েছে সাদেকাহ ফাউন্ডেশন (ইউএসএ)।
এ উপলক্ষে সমাজ সেবক ও ছারছীনা মেঝ হুজুরের দরবার শরীফের খাদেম মো. আলী আজিম বাচ্চু এর নেতৃত্বে স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে ওই বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
বিতরণকালে সমাজে সেবক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা এসহাক, সাংবাদিক এস আর রাজু উপস্থিত ছিলেন। সাদেকাহ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী হাতে পেয়ে দুস্থ্য গৃহবধু কহিনুর বেগম জানায়, একেতো করোনা সমস্যা তার উপর রমজান এমতাবস্থায় তারা বর্তমানে একপ্রকার অনাহারেই দিন কাটাচ্ছে। সাদেকাহ ফাউন্ডেশনের দেয়া খাদ্যসামগ্রীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।