প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৫:০০:০৭ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠির আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আবুল বাশার মাহমুদের (নান্নু কাজী) পক্ষ উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শত দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রান (খাদ্য সামগ্রী) বিতরন করা হয়েছে।
উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আরামকাঠী হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল, আটা, আলু, ডাল, পিয়াজ, তৈল ও সাবান এর প্যাকেট বিতরন করা হয়।
সোমবার সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে ওই ত্রানের প্যাকেট বিদ্যালয়ের একটি কক্ষে রেখে দেন সেখান থেকে অভিভাবকরা সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকেট নিয়ে যান। অনুরূপভাবে অন্য বিদ্যালয়গুলোতেও ওই ত্রান বিতরণ করা হয়।