প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৩:০৯ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে আলোচনা সভা, কেককাটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে সোমবার সকালে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসনে, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার । এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মিঠুন হালদার, কাউন্সিলর জাহিদুল ইসলাম বিপ্লব সহ উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। সভা শেষে বিশেষ দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মিঠুন হালদারের উদ্যোগে মাহমুদকাঠি তাহ্ফিজুল কুরআন নূরানী এতিমখানা, আটঘর বাজার বাইতুন নূরে কেন্দ্রিয় জামে মসজিদ, কুড়িয়ানা পুলিশ ক্যাম্প জামে মসজিদে মিলাদ ও দোয়া, কুড়িয়ানা এজি চার্চ গির্জা, কুড়িয়ানা বাজার কেন্দ্রিয় দূর্গা মন্দির, জিন্দাকাঠি সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ও আন্দাকুল গোবিন্দ মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।