বরিশাল

স্বরূপকাঠিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪৩:২৮ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দ্রæত বিচারের দাবিতে পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার কর্মকর্তা,কর্মচারী, মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ইউএনও মো. মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাহীদ হোসেন, উপজেলা কর্মচারী সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

আরও খবর

Sponsered content