প্রতিনিধি ৬ মে ২০২০ , ৫:৫১:১১ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রথম ধাপে ১০০ অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজকল্যান পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে বুধবার উপজেলা পরিষদ চত্তরে ওই সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল,মশুরের ডাল, আলু, তেল, লবন, পিয়াজ, সাবান) বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা সমাজসেবা অফিসার তপন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার জানে আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।