প্রতিনিধি ৫ মে ২০২০ , ৩:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা সমস্যায় অসহায় হয়ে পড়া ১১০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে প্রতিজনকে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর ব্যাবস্থাপনায় সংসদের নিজস্ব তহবিল থেকে ওই অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস চত্তরে অনুষ্ঠিত ওই বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক। পরে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা ঘুরে ওই অর্থ বিতরণ করেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ দাদা ভাই, মো.নজরুল ইসলাম, ইউনিয়ন কমান্ডার ফরহাদ হোসেন, আব্দুল বারেক, মো. আব্দুল কুদ্দুস মৃধা, আমিরুল ইসলাম নিলু প্রমুখ ।