প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৫:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া হোম কোয়ারেইন্টাইনে। মঙ্গলবার বিকেল থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, গত ১৪ এপ্রিল পার্শ্ববর্তি বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা মধুর ভিটা এলাকার খলিলুর রহমানের মেয়ে নাসরিন আখি ডায়রিয়া রোগী হিসেবে তার মা তুজকাবিনকে নিয়ে বৈঠাকাটা বাজারস্থ তার প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিতে আসেন।
গত ১৭ এপ্রিল ওই রোগী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ১৮ এপ্রিল আখি ও তার মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২১ এপ্রিল তাদের দুজনের শরীরে কোভিড ১৯ পজেটিভ শনাক্ত হওয়ায় বানারীপাড়া উপজেলা প্রশাসন তাদের বরিশাল শের–ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক আব্দুল গাফফার সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসেছে বলে জানা গেছে ।