বাংলাদেশ

স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো দেশে ক্রান্তিকাল চলছে: তারেক

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৭:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো দেশে ক্রান্তিকাল চলছে: তারেক
ছবি: সংগৃহীত

স্বৈরাচার শেখ হাসিনা জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে এখনো ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোরে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, তার দলও দেশের সংস্কার চায়। তবে কিছু শব্দ বা ভাষার পরিবর্তন নয়, যে সংস্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটাকেই সংস্কার মনে করে বিএনপি। যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে বলেও মনে করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু তাই না, ওই সরকার মানুষের সব অধিকার ডাকাতি করেছিল। স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনো রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা, যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে।

মরহুম তরিকুল ইসলামের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, আন্দোলন-সংগ্রামে অবদানের জন্য জাতি যে কয়জনকে নিয়ে গর্ব করতে পারে, তরিকুল ইসলাম তাদের একজন। ২০১৩ সালের আন্দোলনে তিনি অসাধারণ সাংগঠনিক দক্ষতা দেখিয়েছিলেন। আজকের এই অনুষ্ঠানে বিপুল জনসমাগম তার গণসম্পৃক্ততার সাক্ষ্য দেয়। তার শূন্যতা আমরা অনুভব করছি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তরিকুল ইসলাম তৃণমূলের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করেননি, আদর্শবিচ্যুত হননি। তাঁর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি নিজেও তাঁর আদর্শ থেকে শেখার চেষ্টা করি।

যশোর টাউন হল মাঠে জেলা বিএনপি এই স্মরণ সভার আয়োজন করে। স্মরণ সভায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। স্মরণ সভা রূপ নেয় সমাবেশে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন তরিকুল ইসলামের ছেলে ও দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, দলের সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্তকুমার কুন্ডু, যশোর জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্যবসায়ীনেতা চিন্ময় সাহা, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ আইয়ুব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

আরও খবর

Sponsered content