প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৫:৫০:৩১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে সৎ মাকে হত্যার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন (৫১) ভুজপুর থানার বাংলাপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নূরুল আবছার জানান, ১৯৯৭ সালে সৎ মাকে হত্যা করে আত্মগোপনে চলে যায় বেলাল। এ ঘটনায় ভুজপুর থানার মামলায় আদালতে তার যাবজ্জীবন সাজা হয়। তাকে গ্রেপ্তারে ওয়ারেন্ট জারি করেন আদালত।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।