ঢাকা

সড়কে কাজের মান নিয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৯:৪১:৫৪ প্রিন্ট সংস্করণ

সড়কে কাজের মান নিয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না

কে.এম. সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে কাজের মান নিয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। কোনোভাবেই কাজের মান খারাপ করা যাবে না। যে সকল ঠিকাদার মানসম্মত কাজ করবে না, বা  নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে না তাদের কার্যাদেশ বাতিল করা হবে।

গোপালগঞ্জ জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। বিআরটিএ ও বিআরটিসিকে লাভজনক করতে হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমাদেরকে দুর্নীতির বৃত্তায়ন থেকে বের হয়ে আসতে হবে। দেশপ্রেম জাগ্রত করতে হবে। জনগণের দেওয়া অর্থের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি অর্থ অপচয় করা যাবে না।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশনাও দেন তিনি। এছাড়া তিনি আরো বলেন, প্রয়োজনে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-আরিচা মহাসড়কের ন্যায় দেশের দুর্ঘটনা প্রবণ সড়কগুলো তৈরি করা হবে। আমি এ মন্ত্রণালয়ে যোগদানের পর যোগ্যতার ভিত্তিতেই স্বাভাবিক নিয়মে সকলের পদোন্নতি হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য তিরস্কার করা হবে বলেও জানান তিনি।

রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ সড়ক ও জনপথ জোন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং) এ.কে.এম. মনির হোসেন পাঠান, সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গোপালগঞ্জ সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর সার্কেল) মোঃ জাবিদ হাসান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ.ম. নকিবুল বারি, গোপালগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক সুবীর সাহা, বিআরটিসির ব্যবস্থাপক নীহার মজুমদার, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত অন্যান্য প্রকৌশলীগণ এবং গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content