প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৪:০৯:২৭ প্রিন্ট সংস্করণ
রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর থেকে বানিজ্যিক শহর খাসের হাট যাওয়ার জন্য দশ কিলোমিটারের একমাত্র সড়কটিতে প্রায় শতাধিক স্থানে বিশাল গর্ত তৈরি হয়েছে, এতে যান চলাচলকারী পন্যবাহী ট্রাকসহ সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল চালকগন অভিযোগ করেছেন এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের গাড়ির যেমন ফিটনেস নষ্ট হচ্ছে তেমন প্রধান শহর রায়পুরে আসা যাওয়াতে অতিরিক্ত ত্রিশ মিনিট অপচয় হচ্ছে। এলাকাবাসীর সাথে কথা বলে যানা যায় রায়পুর টু খাসের হাট সড়কের পাশে দুটি ইট ভাটা অবস্থিত, তার মধ্যে একটি হচ্ছে রায়পুর উপজেলা চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ্য মামুন-উর রশিদের। এই ইট ভাটার মালামাল সরবরাহকারী (সড়কে চলাচল) নিষিদ্ধ পাওয়ার ট্রিলার চলাচলের কারনে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তাদের দাবী অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করে পাওয়ার ট্রিলার চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে তবেই রাস্তাটি টেকসই হবে।