প্রতিনিধি ১২ জুন ২০২৫ , ৮:০৫:১০ প্রিন্ট সংস্করণ
দুই সন্তান ও স্বামীহারা নারী হানুফা। স্বামীর মৃত্যুর পরে দুই সন্তানের দু’বেলা খাবারের জন্য মানুষের বাসায় কাজ করেন হানুফা। কিন্তু স্বামী রেখে যাওয়া রয়েছে শেষ অবলম্বন শুধু মাত্র টিনের ঘর। সেই ঘরেই শান্তিতে থাকতে চায় হানুফা। তবে ঘর ভেঙে যাওয়ায় ওই ঘর এখন বসবাসের অনুপযোগী।
সরেজমিনে দেখা যায়, দেড় শতাংশ জমির উপরে রয়েছে একটি টিনের ভাঙা ঘর। সেই ঘরের টিন গুলো ভেঙে বৃষ্টিতে ঘরের ভেতরে পানি পড়ে। দেওয়াল গুলোও ভাঙা। এভাবেই চলছিল হানুফার সংসার।
তবে সেই আশার বার্তা নিয়ে আসে সাভারের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক। সে হানুফার বাড়ির পরিদর্শন করে নতুন করে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
হতদরিদ্র হানুফা বেগম বলেন, আমার স্বামীর ওই টা। কিন্তু দিন দিন ঘর নষ্ট হয়ে গেছে। এখন অনেক বৃষ্টি হয়। ওই ঘরের ছেলে-মেয়ে নিয়ে থাকা যায় না। আমি মানুষের বাসায় কাজ করি। আমার বাসা ভাঙা দেখে চম্পক ভাই এসেছিল। সে আমার খোঁজ খবর নিলেন এবং আমার ঘর তৈরির জন্য সাবেক কাউন্সিলর খোরশেদ ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছে আমাকে বলে জানান তিনি।
মহিবুর রহমান চাম্পক বলেন, ওই নারী অনেক দরিদ্র। তার থাকার মতো একটি ঘর নেই। এগুলো দেখে আমি খোরশেদ ভাইকে জানাই এবং সে সহায়তা করা কথা বলেছেন। খোরশেদ ভাই মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমিও দরিদ্র ও অবহেলিত জনগণের পাশে থাকার চেষ্টা করি বলে জানান তিনি।