দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৫:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ
শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাক হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি, বিচারের নামে প্রহসন করা হয়েছে তাই এই মামলার বিচার পুনরায় শুরু করতে হবে, মামলাটি আবার যেন পুনরুজ্জীবিত করতে পারে সেজন্য কাজ শুরু করতে হবে।
এম রশিদুজ্জামান মিল্লাত ১১ অক্টোবর শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি চিকাজানীতে দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের আদর্শ অনুসরণ করতে হবে, তিনি চলে গেছেন কিন্তু তার আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। তিনি দলের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং মরহুমের সাথে তার সম্পর্কের দীর্ঘ স্মৃতিচারণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, ব্যারিস্টার শাহাদাৎ বিন শোভন, পৌর বিএনপি’র সভাপতি এবং মঞ্জুরুল হক মঞ্জু , সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি ছামিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সকালে দলীয় কার্যালয় থেকে শোক র্যালী বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এডভোকেট আব্দুর রাজ্জাক ১৯৯৯ সালে ভারতীয় আগ্রাসন বিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময়। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হন।

















