প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে অতিরিক্ত দামে ডেটল বিক্রির দায়ে এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার হাটহাজারীর পৌরসভার বাস স্টেশন এলাকার বিনিময় কসমেটিক্সে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। সূত্র জানায়, ফেসবুকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দোকানের বাইরে অপেক্ষা করে অন্য একজনকে ক্রেতা সাজিয়ে ডেটল কিনতে পাঠালে সে ৩৮ টাকার ডেটল ৭০ টাকায় ক্রয় করে। এরপর সাজানো ক্রেতা কে নিয়েই অভিযান পরিচালনা করা হয় বিনিময় কসমেটিক্সে। অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, ডেটলের পরিমাণ কম এবং দোকানি দোষ স্বীকার করায় একবার সুযোগ দেওয়া স্বরূপ মুচলেকা নিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।