প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রথম বারের মত মৃত্যু ছোবল মেরেছে হাটহাজারী উপজেলায়। গত ৮ মে শনাক্ত হওয়া ৩২ বছর বয়সী শিরু আক্তার আজ বিকাল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু বরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন। এ পর্যন্ত হাটহাজারীতে মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হয়। যার মধ্যে এটি প্রথম মৃত্যু।
জানা যায়, গত ৮ মে চট্টগ্রাম ভেটেনারি ইউনিভার্সিটিতে শিরু আক্তারের নমুনা পরীক্ষা করা হলে তারঁ করোনা পজেটিভ আসে। এতে তিনি ভয়ে বাড়ি ছেলে পালিয়ে গেলেও প্রশাসন অনেক খোজাঁখুজির পর তার সন্ধান পাই এবং তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করে।
করোনায় মৃত্যু বরণ করা শিরু আক্তার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরোয়ার চৌধুরী বাড়ির মাহবুব আলম এর স্ত্রী বলে জানা গেছে।