দেশজুড়ে

হাটহাজারীতে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৬:২৯:১৩ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী প্রতিনিধি :  হাটহাজারীতে পরিত্যক্ত একটি দেশীয় তৈরী এলজি এবং একটি সিঙ্গার সুটারগান উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। আজ ১৫ এপ্রিল (বুধবার) দুপুর ২টায় হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব রাজীব শর্মা, পুলিশ পরিদর্শক(অপারেশন্স) জনাব এ,আই, তৌহিদুল করিমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্র দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত এলজিটির ট্রিগ্রার অকোজো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩নং মির্জাপুর ইউপির অর্ন্তগত ২নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ ইউসুফ মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে পরিত্যক্ত অস্ত্রের বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে অভিহিত করলে সাথে সাথে হাটহাজারী মডেল থানা পুলিশ হাটহাজারী থানাধীন পশ্চিম মির্জাপুর গলাচিপা সাকিনের মনছুরাবাদ কলোনীর গুন্ডিশাহ মাজারের খাদেমের গরুর খামারের বাড়ী সংলগ্ন খড়ের স্তুপের পাশ থেকে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে লাল কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় অস্ত্র দুটি উদ্ধারের পর জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি জিডি করা হয়েছে। হাটহাজারী মডেল থানার জিডি নং-৫১২, তারিখ- ১৫-০৪-২০২০ইং।

আরও খবর

Sponsered content