প্রতিনিধি ৮ মে ২০২০ , ৬:০২:৪৬ প্রিন্ট সংস্করণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: এবার হাটহাজারীতে ৩২ বছর বয়সী এক মহিলার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ। আক্রান্ত মহিলা হাটহাজারী ধলই ইউনিয়নের মুনিয়া পুকুড় পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এনিয়ে হাটহাজারীতে মোট ৩ জন করোনা রোগী শনাক্ত হলো। আজ শুক্রবার ( ৮ মে) চট্টগ্রামের ভেটেনারি ইউনিভার্সিটিতে ৬১টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। যার মধ্যে ১ জন মহিলা হাটহাজারীর বাসিন্দা বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন।
আক্রান্ত মহিলা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন নি উল্লেখ করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইমতিয়াজ বলেন, আক্রান্ত মহিলার বাড়ি এখনো খুজে পাওয়া যায় নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আক্রান্ত মহিলাকে খোজতে প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।