দেশজুড়ে

হাটহাজারীতে ‘মির্জাপুর ফুড ব্যাংকের’ দ্বিতীয় ধাপে ২’শ পরিবারে খাদ্য প্রদান

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৪:১১:৪৫ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আর চলমান লকডাউনে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের জীবন ধারণ দিন দিন কষ্টসাধ্য হয়ে পড়ছে। সরকার এবং সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। এবার সমাজের এসব অসহায়, কর্মহীন, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষকে সহায়তায় এগিয়ে এসেছেন হাটহাজারী মির্জাপুর ফুড ব্যাংক নামে এ স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১১মে) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত ২০১ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এ নিয়ে ৪০২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাউল,আলু ১ কেজি,সেমাই ১ কেজি,চিনি ১কেজি ও লবন ১ কেজি। সকাল সাড়ে ১০ টা হতে শুরু হওয়া এ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মির্জাপুর ফুড ব্যাংকের উদ্যোক্তা ও উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন রুশনী, লায়ন আনোয়ার হোসেন উজ্জল ও সাংবাদিক বাবলু দাশ প্রমূখ।