দেশজুড়ে

হাটহাজারীতে হাসপাতালের সেবিকাসহ করোনা শনাক্ত ৩

  প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৩:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিক ও পরিচ্ছন্ন কর্মী এবং পৌরসভার মিরের হাট এলাকার এক শিশু রয়েছে। করোনা শনাক্ত হওয়া সেবিকার বয়স ২৮ বছর, পরিচ্ছন্ন কর্মীর বয়স ৪৫ বছর এবং শিশুটির বয়স ১২ বছর। প্রশাসন করোনা শনাক্তদের বাড়ি লকডাউন করেছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন, করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ও পরিচ্ছন্ন কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আ¦ইসোলেশনে এবং শিশুটি হোম আইসোলেশনে রয়েছে।

আরও খবর

Sponsered content