প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২১ , ৫:০৬:১৪ প্রিন্ট সংস্করণ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের ঘরবাড়িসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছাই হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হক (মোজা পাগলা) এর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে দ্রæত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোজাম্মেল হকসহ ৪টি পরিবারের ৬টি টিনের ঘর এবং ঘরে থাকা নগদ টাকা ধান, চাল আসবাপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রচন্ড শীতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে ৪টি পরিবারের বৃদ্ধ, শিশুসহ সদস্যরা। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি হাফিজুল্যাহ টাইফুন ক্ষতিগ্রস্ত বাড়িসমূহ পরিদর্শন করে সরকারীভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।