রংপুর

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি রেজিষ্ট্রার মো. খাদেমুল ইসলাম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রফেসর ড. শ্রীপতি সিকদারের স্থলে জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর উক্ত শাখায় যোগদান করেন ডেপুটি রেজিষ্ট্রার মো. খাদেমুল ইসলাম।

দায়িত্ব গ্রহণ করে মো. খাদেমুল ইসলাম বলেন, জনসংযোগ ও প্রকাশনা শাখা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে মুখপাত্র হিসেবে কাজ করে। দেশ ও বিশ্ববাসীর সামনে বিশ্ববিদ্যালয় কে উপস্থাপন করার গুরুদায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার দায়িত্ব এই শাখার উপর।

জনসংযোগ শাখার মাধ্যমে হাবিপ্রবি কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। সেই জায়গায় সবাইকে সম্পৃক্ত করে কাজগুলো করে যেতে চাই। এ সফলতার নিয়ামক শক্তি হলো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মো. খাদেমুল ইসলাম ২০০৩ সালের ৭ মে জনসংযোগ ও প্রকাশনা শাখায় কর্মকর্তা হিসেবে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ সালে সহকারী রেজিষ্ট্রার এবং ২০১৫ সাল থেকে অদ্যবধি ডেপুটি রেজিস্ট্রার (গ্রেড-৪) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর জনসংযোগ ও প্রকাশনা শাখায় ডেপুটি রেজিষ্ট্রার হিসেবে যোগদান করেন।

আরও খবর

Sponsered content