শিক্ষা

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২২ , ৫:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

  শিক্ষার্থীদের লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভোরের দর্পণ ডেস্কঃ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানিয়েছে ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট আজ বুধবার নীলক্ষেত মোড়ে দুপুর দেড়টার দিকে এক লিখিত বক্তব্যে এই দাবি জানান।

তাদের অন্যান্য দাবিগুলো হলো—হোস্টেল ও ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অব্যাহত রাখতে হবে, হামলাকারী এডিসি হারুন অর রশীদকে প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

আরও খবর

Sponsered content